

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাবি ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:২১ পিএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং তার দীর্ঘায়ু কামনায় ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ বাদ আসর ক্যাম্পাসের কাজলা মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুলতান আহমেদ রাহী এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলি, সরদার জহুরুল, মোঃ মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, আব্দুল লতিব সম্রাট, মারুফ হোসেন, এম এ তাহের রহমান প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আহবায়ক সদস্য আতিক শাহরিয়ার আবির, নাফিউল ইসলাম জীবন, তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, আবু সাইদ, রাকিবুল হাসান রাফি, ফজলে এলাহী নাহিদ, হাসিব রানা, মেসবাহুল হক, মেহেদী হাসান রাব্বি, হাসিবুল হাসান শান্ত সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ক্রমাগত অসহযোগিতা এবং বারংবার হুমকি প্রদানের কারণে কাজলা জামে মসজিদের পেশ ইমাম উক্ত দোয়া মাহফিল পরিচালনা করতে অস্বীকৃতি জানান এবং এজন্য তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন। অতঃপর বেগম বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু করে দোয়া ও মোনাজাত করেন রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ হোসেন।