

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবীতে বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৪৫ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও তার মুক্তির এবং গ্যাসসহ নিত্যপন্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশ সংগঠনের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সরকার মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, আইনের অজুহাত না দেখিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যাবস্থা করেন।
তিনি আরও বলেন, সংবিধানের ১৫ ও ২৬-এ জীবন রক্ষার্থে নির্দেশনা রয়েছে। নিত্যপন্যের মুল্যবৃদ্ধির কারনে মানুষের ক্রয় ক্ষমতা ধ্বংসের পথে। জীবন বাঁচাতে দেশ রক্ষা করতে অবিলম্বে পদত্যাগ করুন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।