

ভেড়ামারায় বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫০ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৯ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সোমবার (১৩ জুন) সমাবেশে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল হক (চুনু)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি'র সম্মানিত সদস্য, সাবেক সাধারণ সম্পাদক অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দল।
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সহ-সভাপতি হাফিজুর রহমান হাবু, কৃষকদলের সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম মধু মোল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ওয়ালিয়ুর রহমান ওলি, আন্দুর রহমান মোহন, মিলন খান, রুমেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, মো. রুবেল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ প্রমুখ।