

আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৩৯ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বগুড়া সরকারী আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রবিবার বাদ আসর আশরাফুল উলুম কওমী মাদরাসা ও হাসান (রহঃ) এতিম খানায় কোরআনখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল নেতা মোঃ হাবিবুর রশিদ সন্ধানের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত ওই কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, রোজিবুল শাকিল, মোহাম্মদ সেলিম, অনিক আহমেদ অর্ক, মহাম্মদ সাওন, সিপন, হাবিবুর রহমান স্বচ্ছ, ইমরান,আলামিন, মহন, সিহাব, মনেম, আহসান রাব্বি, মুন্না, মেহেদি, কাওসার হাসান, আরিফ হাসান, মনিরুজ্জামান মনির,আবিদ,অভি,সৌমিক,মেহেদী,হৃদয়,আকাশ, ইমরান, তূর্য, রাকিব, সিয়াম প্রমুখ