

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবিতে মধুপুরে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২১ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৬ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইল জেলার, মধুপুর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৩ জুন) বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি'র আহবায়ক জাকির হোসেন সরকার, সদস্য সচিব নাসির হোসেন ও পৌর বিএনপি'র আহবায়ক খুররম খান ইউসুফজী প্রিন্স, সদস্য সচিব খন্দকার মোতালেব হোসেন এবং থানা যুবদলের পদ প্রত্যাশী মোহাম্মদ হযরত আলী, মানিক, শাহাদাত হোসেন। পৌর যুবদলের আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ রবিন মিয়া, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ সহ তিন শতাধিক নেতাকর্মী।