

ময়মনসিংহে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৫ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

ময়মনসিংহে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি।
আজ শনিবার (১১ জুন) দুপুরে নগরীর নতুন বাজার সংলগ্ন দলীয় কার্যালয় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নিন্ম আয়ের মানুষ দিশেহারা হয়ে পরেছে। অবিলম্বে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর কোন বিকল্প নেই।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।