

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৯ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরবর্তী করণীয় নির্ধারণ করতে সকাল সাড়ে ১০টার দিকে তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আলোচনায় বসেছে।
আজ শনিবার (১১ জুন) গঠিত মেডিক্যাল বোর্ডে আছেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. এ জেড এম জাহিদ, ডা. শাহবুদ্দিন তালুকদার, ডা. এ কিউ এম মহসীন ও ডা. শামসুল আরেফিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, শনিবার ভোর রাতে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে মেডিক্যাল বোর্ড।
তিনি আরোও বলেন, আজ বিকেল ৩ টায় গুলশানে বিএনপি'র চেয়ারপার্সন অফিসে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।