

সীতাকুন্ড ট্র্যাজেডির ঘটনায় জেডআরএফ ও ড্যাবের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩০ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ঘটনাস্থলে সার্বিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাপক ডা. মো: জসীম উদ্দিনকে আহ্বায়ক ও ডা. এসএম সারোয়ার আলমকে সদস্যসচিব করে কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএঅফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের সার্বিক নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে। ফলে জেডআরএফ ও ড্যাবের চট্টগ্রাম বিভাগের সকল কার্যনির্বাহী সদস্য, মনিটর, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে চট্টগ্রামের সীতাকুন্ড ট্র্যাজেডির ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।
একইসাথে উল্লিখিত বিষয়ে যোগাযোগের জন্য কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা গেল।