

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদে নির্বাচিত শিক্ষকদের কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে 'সম্পাদক' পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, 'যুগ্ম সম্পাদক' পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান এবং 'কোষাধ্যক্ষ' পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ নির্বাচিত হয়েছেন।
শিক্ষক পরিষদের, নবনির্বাচিত সদস্যদের গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন জানান কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তারেকুজ্জামান তারেক, শহর ছাত্রদলের আহবায়ক, সুজন পাটোয়ারী, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রদল নেতা আরশাদ আইয়ুব জাহিদ, কলেজ ছাত্রদলের ১নং সদস্য রিফাত সরকার, যুগ্ম আহবায়ক আজাদুলসহ কলেজ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।