

সাকির ওপর হামলার প্রতিবাদে নারায়গঞ্জে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১২:১১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

চট্রগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেছে জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (৭ জুন) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন বলেন, এখন থেকে বাংলাদেশের যে কোন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলেই আমরা ধরে নেব এই হামলার সাথে ছাত্রলীগ জড়িত। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলার বিচার চাই।
তিনি আরও বলেন, জোনায়েদ সাকির ওপর হামলা হবে আর আমরা ঘরে বসে থাকব তা হবে না। আমরা প্রতিবাদ করবই। এই ফ্যাসিজম ও মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসায়কে আমরা মেনে নেব না। আপনি নির্বাচিত প্রতিনিধি নন।