

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৭ পিএম, ৩০ আগস্ট,শনিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজধানীসহ সারা দেশে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
এতে বলা হয় গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে নিম্ন লিখিত তারিখে রাজধানীসহ দেশের বিভিন্ন ইউনিটে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে-
* আগামীকাল ৯ জুন ২০২২, বৃহস্পতিবার ঢাকাসহ সকল মহানগরে
* আগামী ১১ জুন ২০২২, শনিবার দেশব্যাপী জেলা সদরে
* আগামী ১৩ জুন ২০২২, সোমবার দেশব্যাপী উপজেলায়
দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হচ্ছে।