

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২২ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১০ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শনিবার বিকেলে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির আবেদীন প্রিন্সের নেতৃত্বে মিছিলটি স্থানীয় চেরাগআলী মার্কেট থেকে শুরু হয়ে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান তামজিদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গাছা থানা ছাত্রদলের সিনিয় যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রবিন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান পাটোয়ারীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা।