

ময়মনসিংহে যুবদলের বিভাগীয় সহ-সভাপতি মাসুদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০৭ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এবং নাসিরাবাদ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।
গতকাল বুধবার (১ জুন) রাত ১১টায় নগরীর নওমহল এলাকা থেকে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পরে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলায় বৃহস্পতিবার (২ জুন) দুপুর ৩টায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন করেছেন কোতয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
তিনি জানান, পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা ছিল।