

পত্নীতলায় জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৫ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

নওগাঁর পত্নীতলায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মে) দিনব্যাপী উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান (জোহা), কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান (সুইট), নজিপুর পৌর বিএনপির আহবায়ক ওয়াজেদ আলী, জেলা মহিলা দলের সহ-সভাপতি সামিনা পারভীন (পলি), সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুর রহমান সিঁরি, সাবেক ইউপি চেয়ারম্যান নওশাদ হোসেন, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (শেফা), যুবদল নেতা বায়োজিদ রায়হান (শাহীন), এ.জেড মিজান, বিএনপি নেতা ইউসুফ হোসেন, শাহীন হোসেন শিবু, আশরাফুল ইসলাম, রাজেকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অংঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মির রোগমুক্তি ও সুস্বাস্থ্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।