

নরসিংদীতে শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১২:০৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকীতে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকী। জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আবদুল বাছেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু। যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা আলোচনা সভায় বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারা রুদ্ধ করে রাখা হয়েছে। আমরা আগামী দিনে আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটাবো। সভায় শোককে শক্তিতে পরিণত করে সকল আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।