

ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৬ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫১ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োন করা হয়।
আজ সোমবার দুপুরে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ে ঝিনাইদহ জেলা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি এড এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আনোয়ারুল ইসলাম বাদশা, মুন্সি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পাপপু, জিয়াউল ইসাম ফিরোজ ও আসিফ ইকবাল মাখন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে ধারন করে দলকে আরো শক্তিশালী করার পাশাপশি নির্দলীয় নিরোপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান। আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।