

রাঙ্গুনিয়ায় প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের পুলিশি বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৮ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৩ এএম, ৩০ জুন,সোমবার,২০২৫

চট্টগ্রাম মাহনগর বিএনপি'র সাংগঠনিক টিমের অন্যতম সমন্বয়ক, মহানগর বিএনপি'র সিনিয়র সদস্য এরশাদ উল্লাহ ক্ষোভ প্রকাশ করে আজ সোমবার এক বিবৃতিতে বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় অর্জিত স্বাধীন বাংলার সোনালী অর্জন গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন সমাজ আজ ডাকাতির ভোটে ক্ষমতালিন্সু সরকারের দুর্নীতি অনাচার ও স্বেচ্ছাচারের হাতে অর্থহীন হয়ে পড়েছে। অনুগত নির্বাচন কমিশন এবং প্রশাসনের সহায়তায় জাতীয় সংসদ ও প্রায় সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দখল করা হচ্ছে। একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে রাষ্ট্রীয় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক আটকে রেখে দলীয়করণকৃত প্রশাসনের সহায়তা জাতীয় সংসদ দখল ও বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আজ এ সরকার দেশবাসীর কাছে অভিযুক্ত। ভোট ডাকাতির সরকারের দলীয়করণ প্রশাসনের কাছে সুশাসনের প্রত্যাশায় দুরাশায় পরিণত হয়েছে। শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা কিংবা লেখালেখি আজ বিরোধী দল সচেতন জনগণ এমনকি সকল শ্রেণী পেশার মানুষ লেখক ও সাংবাদিক প্রতিনিয়ত এদের লাঞ্চনা বঞ্ছনার শিকার। উল্লেখ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিতে গিয়ে পুলিশের বাধা পেয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শহরে ফিরে এসে ক্ষোভ প্রকাশ করে তিনি একথাগুলো বলেন। এরশাদ উল্লাহর সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি মো. আশারাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. ইসমাইল, চান্দগাঁও ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইলিয়াছ চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী।