

তারাকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০৯ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদাতবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
আজ সোমবার তারাকান্দা উত্তর বাজারস্থ ঐশী রাইচমিল প্রাঙ্গণে আলোচনা,দোয়া মাহফিল ও খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিএনপির নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মোখলেছুর রহমান মুকুল, রাকিব তালুকদার, ছালাম সরকার, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের আহবায়ক হযরত আহমেদ শাকিব, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, শ্রমিকদলের আহবায়ক পাবেল মন্ডলসহ প্রমূখ।