রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে সেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৬ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫৫ এএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সোমবার দুপুরে হরিনা নদীর পাড় মোহাম্মাদীয়া আজিজুল উলুম মাদ্রাসার মাঠে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা চ্ছোসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মিলন মোল্লা, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সেলিম মিয়া, রূপগঞ্জ থানা ছাত্রদলে আহবায়ক আজিম সরকার, রূপগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক মজিবর মোল্লা, রমিজ উদ্দিন রমু, নুরুল্লাহ মোল্লা, শুক্কুর আলী মোল্লা, মনির হোসেন, বেলায়েত মেম্বার, মাহাবুব রহমান, জসিম উদ্দিন, আবুল কাশেম, মিজান, নিজাম মিয়া, শাহারিয়া, আয়নাল, বিল্লাল হোসেন, জামান মিয়া, মাসুদ, হোসেন,, রকিবুল ইসলাম, নাঈম মিয়া, মফিজুল, কাউছার, তুষার, মাসুদ, হিমেল, কামরুল, বাদশা মিয়া, সিরাজুল, সাইফুল, মনু, নূরে আলম, বাচ্চু মিয়া, ফারুক, ইমন, আল আমিন, আগুন, নাজমুল, শরিফ, শাহীন, নুরুল হক, মুসা, আরিফ, আবুলসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় শহীদ জিয়াউর রহমানের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন, একজন রনাঙ্গনের বীর যোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, উনার দেশ প্রেমের আদর্শে বাংলাদেশ গড়ায় তাঁর অবদান অনন্য। জিয়া এখনো অমর হয়ে আছেন এই দেশের কোটি মানুষের হৃদয়ে। বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে সেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।






