

বগুড়ায় যুবদলের উদ্যোগে জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে এতিমদের মাঝে খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৯ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি ঘোষিত ৯ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বাদ জোহর শহরের খান্দারস্থ জামিয়া আরাবিয়া এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা শাহ নেওয়াজ সাজন, আহসান হাবীব মমি, আদিল শাহরিয়ার গোর্কি, হারুন অর রশিদ সুজন, শাহাদত হোসেন সোহাগ প্রমুখ।