

জামালপুরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২২ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ রবিবার দুপুরে শহরের পূরবী পেট্রোল পাম্প থেকে শহর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে পাকিং চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। জামালপুর শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদের সভাপতিত্বে ও শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহাদী হাসান রেমিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন মোশারফ, জালাল উদ্দিন রাসেল, তুষার মাহমুদ উজ্জল, সিনিয়র য়ুগ্ম আহবায়ক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন প্রমূখ।