

সিলেটে বন্যার্তদের মাঝে ফয়সল চৌধুরী'র ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০১ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

সিলেটে অসহায় বন্যার্তদের মাঝে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ত্রান বিতরণ করেন।
এ সময় ফয়সল আহমদ চৌধুরী বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যখন সিলেটের মানুষ দিশেহারা তখন সরকার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ত্রাণের নামে ফটো সেশনে ব্যস্ত। সিলেটের প্রায় প্রতিটি উপজেলায় যখন লক্ষাধিক মানুষ ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছেন, তাদের দু'বেলা দু'মুঠো অন্ন সংস্থানের ব্যবস্থা করবেন সরকার, তখন তাদের হতাশায় নিমজ্জিত হতে হচ্ছে। সরকার যে সামান্য ত্রাণ বরাদ্দ দিয়েছে- লুটপাটের পর ভুক্তভোগীদের কাছে যা পৌঁছাচ্ছে তা উল্লেখ করার মতো নয়।
আজ শনিবার (২৮ মে) কয়েকটি ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।