

সিরাজগঞ্জে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ পিএম, ২৭ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের ভাসানি মিলনায়তন চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাশেম তালুকদারের সভাপতিত্বে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রন্জন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, সহ দপ্তর সম্পাদক এনামুল হক, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসনে রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সহ আরও অনেকে।
বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রী এই চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতায় অংশ নেয়। আগামি ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকীর দিন জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীয়দের মধ্যে সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মধ্যে পুরুস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।