

সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৬ পিএম, ২৭ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই।
আজ শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। এর আগে তিনি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এভার কেয়ার হাসপাতালে মরদেহর প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবারের সাথে দেখা করতে যান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।