দেশের জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না : বরকত উল্লাহ বুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১৫ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
দেশের জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আজ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও কটূক্তির প্রতিবাদে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, দেশের জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের রাজনীতি দেশের জনগণের কাছে এখন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্প অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জনগণের টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। শ্রীলংকার দিকে তাকান, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশকে দেউলিয়া করেছে। এখন জনগণ রাস্তায় নামার কারণে তারা পালাবার পথ পাচ্ছে না।
তিনি আরো বলেন, এদেশের জনগণ যখন রাস্তায় নামবে আপনারাও পালাবার পথ খুঁজে পাবেন না। তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পদ্মাসেতু প্রসঙ্গে সরকারপ্রধান যে অশ্লীল বক্তব্য দিয়েছেন তা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার শামিল। এই বক্তব্যের জন্য তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা এম এ হান্নান, ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের আহ্বায়ক আরশাদুল আরিস ডল, কৃষক দলের কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন-অর-রশিদ, জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন, মোস্তাফিজুর রহমান, ইউসুফ আলী মিঠু, সিরাজুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম সবুজ, মুসা ফরাজী, তোফায়েল হোসেন মৃধাসহ প্রমুখ।




