

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৪০ পিএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকালে মিছিলটি ক্যাম্পাসের ইয়াসিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১ নং গেটে এসে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্রীত হলে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত এ হামলা চালায়।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।