

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৩ এএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৫৮ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
আজ মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তার সঙ্গে গেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও তার ছেলে।
বিমান বন্দরে অনুমতির বিষয় নিয়ে অসুস্থ বিএনপি স্হায়ী কমিটি সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস-কে অনেকটা সময় হয়রানি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে গত ১৭ মে সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সে সময় তার ব্যক্তিগত সহকারী সোহেল জানান, পেটের পীড়ায় অসুস্থ হয়ে হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিভাগের অধীনে ভর্তি হয়েছেন তিনি।