

শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ২৩ মে,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৮ পিএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ মে) সকালে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও ছাত্রদল নেতা পান্থ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা শাহিন মাদবর, শাহাদত হোসেন, পারভেজ খান, তাহসান আহমেদ ইমাম মোল্লা, রিয়াদ, আমির মোল্লা, তাজবির, মানিক রোমান হাওলাদার, ইমন, কাউছার, মাহামুদ, চুন্নু মাদবর, সজিব সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।