

বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় গাজীপুর ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ২১ মে,শনিবার,২০২২ | আপডেট: ০১:০৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটূক্তি করায়।
গাজীপুর মহানগর অধীনস্থ কাজী আজিমউদ্দীন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল-এর আহ্বায়ক চৌধুরী ইবনে সিনা তোহা'র নেতৃত্বে আজ শনিবার সকাল ১১ টায় মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি কাজী আজিম উদ্দিন কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে জয়দেপুর বাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
চৌধুরী ইবনে সিনা তোহা'র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কাজী আজিম উদ্দীন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম রেজা, মহানগর ছাত্রদলের সম্পাদক সাইফ আজহারী হাসিব মহানগর ছাত্রদলের (সদস্য) শাহরিয়া হোসেন ছোয়াদ, ছাত্রনেতা, মোঃ রুবেল হোসাইন, মোঃ মেহেদী হাসান, মোঃ সাইফ আজহারী হাসিব, মোঃ রুবেল প্রধান, মোঃ মশগুল হোসেন মঈন সরকার, মোঃ ফজলে রাব্বি, মোঃ আসিফ, মোঃ ফয়সাল হোসেন, মোঃ নাঈম সরকার সহ আন্যান্য নেতৃবৃন্দ।