

কারাগারে যুবদল নেতা আলমগীরের মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১০ পিএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল এর সংগ্রামী সদস্য মোহাম্মদ আলমগীর কারাগারে অন্তরীণ অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
একজন সুস্থ সবল যুবনেতা আলমগীর কারাগারে বন্দী অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় আলমগীর সহ জেলখানায় মৃত্যুবরণকারী সকল নেতার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক ভাবে বিভিন্ন জেলে নেতৃবৃন্দের মৃত্যু কোন স্বাভাবিক ঘটনা নয়, সময় সব মৃত্যুর জবাব দিবে তখন কোন দোষীই রক্ষা পাবেনা। নীরব টুকু আলমগীর এর বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করেন এবং তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।