

নিলুফার মান্নান এর জন্মদিন উপলক্ষ্যে বস্ত্র ও ফল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ পিএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:০৩ এএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

প্রাক্তন মন্ত্রী, সাবেক এমপি, আব্দুল মান্নান সাহেব এর সহধর্মিণী ও ব্যারিস্টার মেহনাজ মান্নান এর মমতাময়ী মা, নিলুফার মান্নান এর জন্মদিন উপলক্ষ্যে মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান এর পক্ষ থেকে আজ উত্তর খানে অবস্থিত "আপন নিবাস বৃদ্ধাশ্রম" এর অসহায় বৃদ্ধাদের মাঝে বস্ত্র ও ফল বিতরণ করা হয়।
এ সময়ে ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, নুরু হাওলাদার, রুস্তম আলী, শফিউল্লাহ ও ফারুকী।