

ফেনীতে যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে নেতা অপহরণ : মামলায় যুবদল, ছাত্রদল নেতাদের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ পিএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

ফেনীতে গত ১০ মে মঙ্গলবার ফেনীর আদালত চত্বর থেকে জেলা যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নিজ দলীয় আওয়ামী সন্ত্রাসীরা সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে অপহরণ করে শারিরীক নির্যাতন করে আহত করে। নিজ দলীয় কোন্দলকে কেন্দ্র করে নিজ দলীয় সন্ত্রাসী বাহিনী কতৃক অপহরণ হয় যুবলীগ নেতা ওমর ফারুক যা ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সংবাদ মাধ্যমে ওমর ফারুক ও তার স্বজনদের বক্তব্যে প্রকাশ পায়।
এ ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের কৃত মামলায় ফেনী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নুর ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের সদস্য নাছির উদ্দিন মানিক, জেলা ছাত্রদলের সদস্য ও ১৪নং ওয়ার্ড যুবদল নেতা শেখ ফরিদ কে আসামী করা হয়। ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সিঃ যুগ্ম আহবায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী ও সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ এমন ঘৃণ্য ও উদ্দেশ্য প্রণোদিত মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে প্রকৃত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে যুবদল, ছাত্রদল নেতাদের নামে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।