

গরীব ও অসহায় মানুষের মাঝে তারাকান্দায় তারেক ররহমান প্রদত্ত ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:১৫ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি উদ্যোগে আজ রবিবার তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদ উপহার সামগ্রী গরীব আসহায় পরিবারে মাঝে বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিতরণে আরো উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মন্ডল, সহ- সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হাসান স্বপন ও ফজলুল হক, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ।