

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদরপুরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:০১ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সদরপুর উপজেলার চারমানাইর ইউনিয়নের বন্দরখোলা গ্রামে তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক সোহান আল মাহমুদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের শাহজালাল সরদার, ফরিদপুর জেলা শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পারভেজ খান, অর্থ সম্পাদক নাজমুল হাসান, সহ দফতর সম্পাদক বায়জিদ শেখ, সদরপুর কলেজ শাখার ছাত্রদলের সদস্য জুবায়ের আহমেদ এবং শিবচর উপজেলা ছাত্রদল নেতা জাহিদ হাসান, চরমানাইর ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস হাওলাদার, আব্দুল শেখ, জাহিদুল ইসলাম, মজিবুর শেখ প্রমুখ।
এ সময় প্রতি ৩০০ পরিবারের প্রতি পরিবারকে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়।