

মামুন মাহমুদ-কে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:০৮ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে দেখতে আজ শুক্রবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মহাসচিব চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। সে সময় মহাসচিবে সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি কাজী মনির হোসেন।
উল্লেখ, গত ২২ এপ্রিল রাতে নয়াপল্টন এলাকায় দুষ্কৃতকারী ছুরিকাঘাতে আহত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। পরে তাৎক্ষণিক ভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।