

কেশবপুরে আজাদের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:১৩ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের উদ্যোগে বিএনপির কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও তাঁর পক্ষ থেকে প্রতিদিন দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার বিএনপির এ জনপ্রিয় নেতার উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই মাহফিলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, পৌর বিএনপি নেতা আকবর হোসেন, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান বিশ্বাস, থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।