

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাবি ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৬ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৩ এপ্রিল) উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফ্ফান আলী, শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাধে-শ্যাম বিশ্বাস রাজেশ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম রোমান, শহীদ রফিক জব্বার হল ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, মুজিব হলের ছাত্রনেতা সাইফ আল হাসান, মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, শহীদ সালাম বরকত হল ছাত্রনেতা ফখরুল ইসলাম, শহীদ সালাম বরকত হল ছাত্রনেতা ইনজামামুল হক তুহিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ হল ছাত্রনেতা সালমান আহমেদ, মীর মশাররফ হল ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রনেতা হামিদুল্লাহ সালমান, রুবেল আহমেদ, লিমন ইসলাম, রায়হান আহম্মেদ, সাজিদ হাসান বাবু, অখিলেশ বর্মন সহ প্রমূখ নেতাকর্মী।