

লালমোহনে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মাদ্রাসার এতিমদের ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
আজ শুক্রবার আসরবাদ উপজেলা পৌরসভার সামছুল উলুম মাদ্রাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব, সবুজ হাজারী, সদস্য রায়ান, জুয়েল ও মোঃ বিল্লাহ হোসেনসহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কামাল হোসেন।