

নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদল কে অভিনন্দন জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:১৬ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি এবং সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের অভিভাবক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আজ শুক্রবার গাজীপুর মহানগর ছাত্রদল এর শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃহাফিজ ও ফজলে রাব্বির নেতৃত্বে মিছিলটি টঙ্গী কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে চেরাগ আলী মার্কেট অতিক্রম করে তিস্তার গেইট রাস্তার মাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানা ছাত্রদল এর সান্ত, সাওন সরকার, ইমন, মুরাদ হোসেন, রাসেল, সিয়াম, রোকন, রিফাত ভুইয়া, মোঃ সরকার। টংগী পশ্চিম থানার ছাত্রদল এর মেহেদী হাসান, আবু বক্করসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।