জাপান বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ এএম, ৮ ডিসেম্বর,সোমবার,২০২৫
জাপান বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
আজ শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক।
শাকিল আরও জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নতুন কমিটি গঠনের কোনো বিকল্প নেই। জাপান বিএনপির কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে জাপান বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।




