

ব্যারিস্টার আমিনুল হকের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভা, দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে চারবার সংসদ সদস্য ও সাবেক আইন, বিচার ও সংস্থাপন এবং ডাক ও টেলি যেগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল আনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার আফজি বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল আনুষ্ঠিত হয়েছে।
স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার আমিনুল হকের ভাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, কথা পরিস্কার গনতন্ত্র পনুরুদ্ধার করতে হলে আমাদের এক সাথে কাজ করতে হবে। কোন বিভেদ বিভার্জন করা যাবে না।
স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদস্য অ্যাড তোফাজ্জল হোসেন তপু, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসীন, সদস্য মোঃ আব্দুস সামাদ, সদস্য মোঃ রায়হানুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, রাজশাহী বিভাগিয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রুলু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, রাজশাহী মহানগর সেচছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন রিমন, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, মাটিকাটা উউনিয়ন বিএনপির সভাপতি এহেসানুল কবির টুকু, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক স্বজন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব কনক, উপজেলা যুবদল, ছাত্রদলসহ তৃণমুলের বিএনপির হাজার হাজার নেতা কর্মি।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ২১ এপ্রিল ঢাকার ইউনাইটে হাসপাতালে ব্যারিষ্টার আমিনুল হক মৃত্যুবরণ করেন।
১৯৪৩ সালের ১ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুই পাড়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেছিলেন তিনি।