

রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৬ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

রাজনৈতিক নেতাদের সম্মানে আগামী ২০ এপ্রিল বিএনপি আয়োজিত যে ইফতার মাহফিল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।
আজ শনিবার (১৬ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দলের পক্ষ থেকে আগামী ২০ এপ্রিল যে ইফতার মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।
প্রথম রমজানে আলেম ও এতিমদের নিয়ে এবং ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এর আগে ২২ মার্চ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে আলেম, ওলামা, এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।