

হালুয়াঘাটে ১৫ প্রতিবন্ধীর মাঝে বিএনপি নেতা রুবেলের হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে ১৫ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘশিমুল এগ্রো ফিসারিজ প্রাঙ্গনে ওমর ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, বিএনপি নেতা এখলাছ উদ্দিন বিএসসি, আনোয়ার হোসেন মেম্বার, আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহাজ্ব সালমান ওমর রুবেল জানান, মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। সেই সাথে একজন অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের বিষয়।