

জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা সচল করায় ড্যাব এর নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ১৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট দূর্নীতির মামলা পূনঃসচল করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সংগঠনটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন ডাঃ জোবাইদা রহমান একজন পরিচ্ছন্ন, সজ্জন চিকিৎসক। প্রকৃত শিক্ষা ও পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবেই সততা, ন্যায়পরায়নতা তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এমন নিভৃতচারী একজন চিকিৎসকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার বহিঃপ্রকাশ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা এর প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, জিয়া পরিবারকে হেয় করার জন্য সরকারের রাষ্ট্রযন্ত্র মিথ্যা, বানোয়াট অভিযোগ দায়েরপূর্বক নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর পরিবারের সততা সম্বন্ধে ওয়াকিবহাল। ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা বর্তমান ক্ষমতাসীন সরকারের আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীদের মেগাদূর্নীতি আড়াল করার অপচেষ্টা ও জনগণের দৃষ্টি অন্যত্র সরানোর অপপ্রয়াস মাত্র।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর নেতৃবৃন্দ অবিলম্বে ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। অন্যথায় এদেশের চিকিৎসক সমাজসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে গণ-আন্দোলনের মাধ্যমে তাদের দাবী আদায় করবে ইনশাআল্লাহ।