

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৮ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় পিসিসিএস এর কনভেশন হলে অনুষ্ঠিত মাহফিলে অতিথিদের অর্ভ্যথনা জানান জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আরশেদ আলম ও সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ খন্দকার। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ এ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের জি গ্রুপের প্রার্থী অ্যাড. শফিকুল ইসলাম। মাহফিলে অ্যাড. মির্জা আজিজুর রহমান, অ্যাড. আজিজুল হক, অ্যাড. শাহজাহান আলী, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. শফিকুর রহমান, অ্যাড. হাতেম আলী, অ্যাড. নাজমুল হোসেন শাহিন, অ্যাড. সুলতান মাহমুদ এহিয়াসহ আইনজীবীবৃন্দ শরিক হন। মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আরশেদ আলম বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এটি না হলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সকল আইনজীবীকে অনুরোধ জানান। মাহফিলে দোয়া পরিচালনা করেন এড. হাতেম আলী।