

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১০:১৯ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১০ এপ্রিল) বাদ আছর কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামীম উল হাসান অপু'র নেতৃত্বে এই ইফতার বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এ্যাড. ইকবাল খান, এ্যাড. আব্দুর রাজ্জাক, শাহনেওয়াজ আরেফিন পাপ্পু, শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু, কুষ্টিয়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ১১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সময় শেখ রিত্তিক, সজল আহমেদ, সোহানুর রহমান সোহান, উৎস বিশ্বাস, অর্নব বশু প্রমূখ।