

ফরিদপুরে কৃষকদলের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:২৩ পিএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

শেরপুর নালিতাবাড়ী উপজেলা কৃষক শফিউদ্দিন এবং রাজশাহী গোদাগাড়ী উপজেলার আপন দুই ভাই রবি মারান্ডি ও অভিনাথ মারান্ডি ফসলের জমিতে আত্নহত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় কোর্টচত্বর উকিলবারের সামনে অনুষ্ঠিত হয়।
কৃষকদল নেতা ও জেলা বিএনপির সাবেক নেতা এ্যাডভোকেট মামুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, এ্যাডভোকেট রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি শামীম খান কায়েস, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা বিল্লাল হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ডিজেলসহ যাবতীয় কৃষি উপকরনের দাম কমাতে হবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এ সরকার কৃষি নির্ভর সরকার না এ সরকার বিলাসিতা সরকার ,সরকার মেগা প্রকল্প তৈরী মাধ্যমে মৃগা দুর্নীতি করছে, এ দেশে উন্নয়ন করতে হলে সরকার কৃষকের ন্যায্য দাবী মানতে হবে এবং অবিলম্বে দুর্নীতি বন্ধ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন ভারত থেকে পিয়াজ আমদানীর কারনে কৃষকরা আজ পিয়াজের ন্যায্য মূল্য পাচ্ছেনা ।