

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মুকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৫ পিএম, ২৬ জুন,বৃহস্পতিবার,২০২৫

আলহাজ্ব আহমেদ আলী মুকিবকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক’ পদে মনোনীত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক সুসংগঠিত করতে এবং বহিবিশ্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রচারের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।