

টাঙ্গাইলের সখিপুরে বিএনপির প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫৮ পিএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

টাঙ্গাইলের সখিপুর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে ৪ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ অনশন কর্মসূচি পালন করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বর্তমান সরকারের অরাজকতার বিরুদ্ধে উক্ত গণ অনশন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু সভাপতিত্বে অংশগ্রহণ করেন সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন (কমিশনার) সদস্য সচিব মীর আবুল হাসেম আজাদ, এম ও গণিত, একাব্বর হোসেন, ফরহাদ ইকবাল, নাসির উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারন জনগন উক্ত অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম গণ-অনশনে অসুস্থ নেতাকর্মীদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।