

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৩৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ফরিদপুরের শিবরামপুর আর ডি একাডেমী মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে এই ডে নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মহিলা দলের যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়াব ইউসুফ। কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মো. রনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এফ এম কাইউম জঙ্গী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, বিএনপি নেতা তানভীর চৌধুরী রুবেল, পৌর কাউন্সিলার মিজানুর রহমান মিনান, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজোয়ান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সহ-সভাপতি এম এম ইউসুফ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহারিয়ার শীথিল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। ফাইনাল খেলায় প্রতিপক্ষ রঘুনন্দনপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিরাজ স্মৃতি সংঘ। বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন ৫০ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন এবং রানার্স আপ দলকে দেওয়া হয় ৩২ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন।